খেলা বিভাগে ফিরে যান

FIFA ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর আসর জমাবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম!

January 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ফুটবল বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দেখা মিলবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, ফুটবলের মহারণ আয়োজন করছে। সেখানেই পাঠানো হবে কলকাতার দু’টি ট্রাম। কানাডা সরকারের আবেদনের ভিত্তিতে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য।

ট্রাম বন্ধ করা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে রাজ্য জানিয়েছে, গত ১৯ নভেম্বর ভারতীয় কনসাল জেনারেলের তরফে রাজ্য একটি চিঠি পায়। সেখানে ফুটবল বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে কলকাতার দু’টি ট্রাম পাঠানোর কথা বলা হয়েছে। কনসাল জেনারেলের প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার। তাই দু’টি ট্রামকে সেখানকার উপযোগী করে পাঠাতে চাইছে রাজ্য। পরবর্তীতে কানাডা সরকারকে ট্রাম দু’টি উপহার হিসেবে দেওয়া যায় কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে দুই সরকার।

আদালতে রাজ্য জানিয়েছে, ট্রাম নিয়ে মামলার জেরে হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, কোনও ট্রামের বাহ্যিক বদল বা স্থানান্তর করা যাবে না। সেই নির্দেশের জেরে কানাডায় ট্রাম পাঠানো হবে কিনা সে’বিষয়টি থমকে রয়েছে। হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ বদলের আর্জি জানাচ্ছে রাজ্য। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যকে নতুন করে আবেদন জানাতে হবে। আবেদন দেখার পর সিদ্ধান্ত নেবে হাইকোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Calcutta Tram, #fifa world cup 2026, #Football, #Fifa Fifa World Cup

আরো দেখুন