রাজ্য বিভাগে ফিরে যান

অবশেষে জেলমুক্তি, জামিন পেয়ে বাড়ির পথে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

January 15, 2025 | < 1 min read

– প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেশন দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ১৪ মাস পর কলকাতায় ইডির বিশেষ আদালতে জামিন পেলেন তিনি। এই একই মামলায় অন্যরা জামিন পেয়েছেন আগেই। আর সেই বিষয়টি তুলে ধরেই জামিন পেলেন তিনি। এমনটাই মন্তব্য করেন বিচারক। ২৫ হাজার টাকার জোড়া বন্ড ও ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। এই মামলায় প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন বাকিবুর রহমান। তারপরেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

বুধবার জ্যোতিপ্রিয়র আইনজীবীরা আদালতে ফের তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলায় আর বিশেষ কিছু জানার নেই ইডির। এমনকী এখুনি এই মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সম্ভাবনাও নেই। তাই এভাবে একজন অভিযুক্তকে জেলে আটকে রাখা অনুচিত বলে সওয়াল করেন আইনজীবীরা।

আইনি প্রক্রিয়া মিটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেলের বাইরে এলেন বালু। তবে সংবাদ মাধ্যমে কোনও মন্তব্য করেননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jyotipriya Mallick, #Bail, #Ration scam

আরো দেখুন