পাখির চোখ সংগঠন বিস্তার, আট জেলা নিয়ে সভার আয়োজন কেরল তৃণমূলের
January 16, 2025 | < 1min read
আট জেলা নিয়ে সভার আয়োজন কেরল তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেরলে সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল। সম্প্রতি পিভি আনওয়ারকে কেরল তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন। তার আগেই কেরলে সংগঠন গড়ে তুলতে চাইছে তৃণমূল।
কেরলে এর্নাকুলাম থেকে কাসারগড পর্যন্ত আটটি জেলা ও একাধিক নির্বাচন কেন্দ্র নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। মালাপ্পুরম জেলার মেট্রো ভিলেজ, মাঞ্জেরিতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছিলেন পদাধিকারীরা। বৈঠকের উদ্দেশ্য ছিল কেরলের মাটিতে তৃণমূলকে শক্তিশালী করা। কেরলের অগ্রগতি ও উন্নয়নে গতি আনার জন্য কৌশল নির্ধারণ ঠিক হয়েছে ওই বৈঠকে।
AITC Kerala coordinators from eight districts and assemblies, spanning from Ernakulam to Kasargod, participated in an important discussion at Metro Village, Manjeri, in Malappuram district.
The purpose of the meeting was to reinforce party leadership and strategise for… pic.twitter.com/1forL51kqs