রাজ্য বিভাগে ফিরে যান

গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের প্লাস্টিকের বোতল, পলি ব্যাগ দিয়ে তৈরি হবে রাস্তা

January 16, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবছরই গঙ্গাসাগরে তীর্থযাত্রীরা প্লাস্টিকের বোতল, পলি ব্যাগ ইত্যাদি যত্রতত্র ফেলে যান। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের ফলে সাগরদ্বীপের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে নানা ধরনের বর্জ্য। এবার সেই প্লাস্টিক বর্জ্যকে জড়ো করে গঙ্গাসাগরের রাস্তা তৈরি করা হবে বলে ঠিক হয়েছে।

মেলা চলাকালীন ১,১২৩ টনের বেশি বর্জ্য সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৫০ মেট্রিক টন শুধুই প্লাস্টিক বর্জ্য। গত কয়েক বছরের মধ্যে এটাই সর্বাধিক। সংক্রান্তির দিন দেখা গিয়েছিল, স্নানের পর গোটা সমুদ্র সৈকত ভরে উঠেছিল নানা ধরনের বর্জ্যে। প্লাস্টিক বোতল থেকে, ছাউনি খাটানোর পলিথিন, কী নেই তাতে! এই বর্জ্য সংগ্রহ করার জন্য কাকদ্বীপ, নামখানা, সাগর মিলিয়ে সাতটি অস্থায়ী নিষ্কাশন ইউনিট গড়ে তোলা হয়েছে। ভিড় কমলে সাফাই কর্মীরা বেরিয়ে সেসব সংগ্রহ করে বিভিন্ন ইউনিটে নিয়ে আসছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar, #Gangasagar Mela, #Pilgrims, #Plastic Bottles, #poly bags

আরো দেখুন