প্রযুক্তি বিভাগে ফিরে যান

Google Map কেবল নেভিগেশন টুল নয়, এর অন্যান্য ব্যবহারগুলো জানেন?

January 16, 2025 | < 1 min read

গুগল ম্যাপস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গুগল ম্যাপস কেবল একটি নেভিগেশন টুল নয়, এর আরও ব্যবহার রয়েছে। গুগল ম্যাপসের চমকপ্রদ ফিচার সম্পর্কে জেনে নিন।

১. ইন্টারনেট না থাকলেও নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

২. রিয়েল-টাইম ট্রাফিক আপডেট অর্থাৎ লাইভ ট্রাফিক তথ্য জানতে পারবেন। গন্তব্যে পৌঁছতে দ্রুত রুট খুঁজে নিতে পারেন গুগল ম্যাপের মাধ্যমেই।

৩. ৩৬০ ডিগ্রি ভিউতে রাস্তা, দর্শনীয় স্থান এবং আশপাশ দেখতেও ব্যবহার করতে পারেন গুগল ম্যাপ।

৪. শপিং মল, বিমানবন্দর এবং বড় ভবনের ভিতরে নেভিগেট করতে পারবেন গুগল ম্যাপের সাহায্যে।

৫. দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যক্তিগত সুপারিশ এবং পাবলিক ট্রান্সপোর্ট অপশন পাবেন গুগল ম্যাপে।

৬. টাইমলাইন ফিচারে যাতায়াতের ইতিহাস দেখতে পারবেন গুগল ম্যাপের দ্বারা। কবে, কোথায় গিয়েছিলেন জানতে পারবেন এক নিমেষে।

৭. গুগল ম্যাপের সাহায্যে কাছাকাছি থাকা রেস্তোরাঁ, এটিএম, গ্যাস স্টেশন এবং দর্শনীয় স্থান খুঁজে বের করা সহজ হবে।

৮. গুগল ম্যাপের সাহায্যে ভ্রমণ পরিকল্পনা বা ব্যবসায়িক কাজের জন্য নিজস্ব কাস্টম ম্যাপ তৈরি করতে পারবেন।

৯. গুগল ম্যাপ অন করে লাইভ ভিউ ব্যবহার করে এআর-ভিত্তিক হাঁটার নির্দেশ পেতে পারেন।

১০. নির্দিষ্ট এলাকার ক্ষেত্রফল পরিমাপ করা গুগল ম্যাপ থাকলেই সহজ!

১১. গুগল ম্যাপ থেকেই বাস, ট্রেন এবং মেট্রোর লাইভ আপডেট চেক করতে পারবেন।

১২. প্রিয় স্থানগুলো সেভ করে সংরক্ষণ করে রাখতে চাইলে গুগল ম্যাপই ভরসা!

TwitterFacebookWhatsAppEmailShare

#google maps, #navigation tool

আরো দেখুন