রাজ্য বিভাগে ফিরে যান

হুগলির কেষ্টপুরে কীভাবে বৈষ্ণব উৎসব ঘিরে শুরু হল মাছের মেলা?

January 16, 2025 | < 1 min read

হুগলির কেষ্টপুরে কীভাবে বৈষ্ণব উৎসব ঘিরে শুরু হল মাছের মেলা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পয়লা মাঘ ব্যান্ডেলের কেষ্টপুর মেতে উঠল মাছের মেলায়। মেলার বয়স পাঁচশো বছর পেরিয়েছে। বিরাট বিরাট আকারের মাছ বিকলো মেলায়। মাছের আকর্ষণেই বছরের পর ধরে মেলায় ভিড় করেন মানুষ। দেবানন্দপুরের কেষ্টপুর মাছমেলার গ্রাম নামে পরিচিতি পেয়েছে। জনশ্রুতি রয়েছে, বৈষ্ণব সন্ন্যাসী পুত্রের বাড়ি ফেরার আনন্দে স্থানীয় জমিদার গ্রামজুড়ে ভোজ দিয়েছিলেন। আ‌জও অনেকে মেলা থেকে মাছ কিনে পাশেই ভাজতে বসে যান। পিকনিকের আসর জমে ওঠে মেলার আশপাশে।

শোনা যায়, চৈতন্যদেবের পারিষদ নিত্যানন্দের শিষ্য হতে ঘর ছেড়েছিলেন স্থানীয় জমিদারের ছেলে রঘুনাথ। বহু বছর পর তিনি ফেরেন। সেই আনন্দে জমিদার ভোজ দিয়েছিলেন। অসময়ে আম আর ইলিশ মাছ এনে রঘুনাথ চমক দেখিয়েছিলেন। সেই থেকে গ্রামে মেলার সূত্রপাত।

বুধবার বসেছে মাছমেলা। মেলার মাঠে বহু মানুষ ভিড় করেছিলেন। বিরাট আকারের শঙ্কর মাছ, পঞ্চাশ কেজি বেশি ওজনের ভোলা, বড় আকারের সার্ডিন মাছকে ঘিরে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। বড় আকারের পুঁটি থেকে ইলিশ, বোয়াল থেকে বিরাট আকারের মাগুর, রুই-কাতলা থেকে তেলাপিয়া, সব মাছের সম্ভার ছিল। ব্যবসায়ীরা যেমন এসেছিলেন, তেমনই অন্য জেলার মানুষও ভিড় করেছিলেন মেলায়। মেলায় আসা মানুষের মতে, মাছ কিনে সেখানে ভেজে খাওয়ার আনন্দটা অন্যরকম। মাছ ব্যবসায়ীরা অনেকেই বংশ পরম্পরায় মাছ মেলায় আসছেন। বাজারের সবচেয়ে বড় মাছটা তাঁরা জমিয়ে রাখেন মেলার জন্য। কেনার পর মাছভাজা খেয়ে বাড়ি যান অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#hooghly, #Bandel, #fish mela, #keshtopur

আরো দেখুন