খেলাধুলোয় উৎসাহ দিতে অভিনব উদ্যোগ, ক্রীড়া প্রতিযোগিতায় পদক জিতলেই পুলিশে চাকরি মিলবে বঙ্গ সন্তানদের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বঙ্গ সন্তানদের খেলাধুলোয় উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্য, এবার থেকে অলিম্পিক বা বিশ্ব পর্যায়ের কোনও প্রতিযোগিতায় পদক জিতলেই ডিএসপির চাকরি মিলবে রাজ্য পুলিশে। শিক্ষাগত যোগ্যতা বাধা হবে না। স্পোর্টস কোটায় সরাসরি ডিএসপি, ইনসপেক্টর বা এএসআই নিয়োগ নিয়ে খসড়া রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। জাতীয়স্তরে পদক পেলে মিলবে ইনসপেক্টরের চাকরি। রাজ্যস্তরে পদকপ্রাপকদের এসআই বা সরাসরি এএসআই পদে নিয়োগ করা হবে।
খেলাধুলোর প্রসারে জেলায় জেলায় অ্যাকাডেমি গড়ে তুলেছে রাজ্য। ক্রীড়ায় অগ্রগণ্য দেশের মতো সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন পুলিশ মিটে রাজ্য পুলিশের কর্মীদের পদক জয় নিশ্চিত করতে উন্নত পরিকাঠামো গড়ছে রাজ্য সরকার। বাংলা থেকে বেশি সংখ্যায় ছেলেমেয়েরা যাতে অলিম্পিকে অংশ নিতে পারেন, সেটাই এখন রাজ্যের লক্ষ্য। অনেকে জাতীয় বা আন্তর্জাতিকস্তরে পদক জিতেও চাকরি পান না। খেলাধুলো ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হন তাঁরা। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত দিয়েছে আন্তর্জাতিক, জাতীয় বা রাজ্যস্তরেও ভাল খেলাধুলো করলে রাজ্য পুলিশে চাকরি মিলবে।
স্পোর্টস কোটায় সরাসরি ডিএসপি, ইনসপেক্টর ও এএসআই নিয়োগের ব্যবস্থা রয়েছে নানান রাজ্যে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, স্পোর্টস কোটায় চাকরির ক্ষেত্রে তিনটি ভাগ থাকবে। অলিম্পিকে বাংলার কেউ পদক জিতলেই তাঁকে ডিএসপির চাকরি দেওয়া হবে। প্রসঙ্গত, ইনসপেক্টর বা এএসআই পদে রাজ্য পুলিশে সরাসরি নিয়োগ হয় না। তাই নিয়ম বদলানো হচ্ছে। ডিএসপি, ইনসপেক্টর বা এসআই পদ পেতে ন্যূনতম স্নাতক হতে হয়। নিয়ম করা হচ্ছে, যাঁরা স্নাতক নন, তাঁদের চাকরি পাওয়ার দশ বছরের মধ্যে স্নাতক হতে হবে।