একলা চলো রে…সোলো ট্রিপের প্ল্যান করলে কোন জিনিসগুলো মাথায় রাখবেন?
January 16, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত কয়েক বছরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সোলো ট্রিপ। মহিলারা সোলো ট্রাভেল করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কর্মব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে নিজের সঙ্গে সময় কাটাতে, একা ঘুরে বেড়ানোকে বেছে নিচ্ছেন মানুষ। একা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় নজর রাখা জরুরি।
মুঠোফোন ছাড়া পথ চলা কঠিন। একা ট্যুর প্ল্যান করলে নজর রাখুন ফোনের চার্জ যেন ঠিক থাকে। বেড়ানোর সময়ে কাছে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।
যে জায়গায় বেড়াতে যাবেন সেখানকার বিষয়ে আগে থেকে খোঁজখবর নিন। কোথায় ভ্রমণ করছেন, থাকার জায়গা কোথায়, তা আদৌও নিরাপদ কি-না, মূল শহর থেকে কতটা দূরে, পরিবহণের ব্যবস্থা কেমন, জায়গার ভৌগোলিক অবস্থান সবকিছু মাথায় রেখে ট্রিপ পরিকল্পনা করুন। কোন হোটেলে থাকবেন, কোথায় কোথায় যাবেন, সবকিছু আগে থেকে প্ল্যান করুন।
পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করলে গুগল ম্যাপে নজর রাখুন।
একলা ভ্রমণে হোমওয়ার্ক হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলুন। চারপাশের পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল থাকলে যেকোনও পরিস্থিতিতে বিপদ এড়াতে পারবেন।