কলকাতা বিভাগে ফিরে যান

শনিবার সকাল থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে

January 17, 2025 | < 1 min read

শনিবার সকাল থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে আগামী ১৮ জানুয়ারি। শনিবার সকাল ন’টার পর থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে। গার্ডেনরিচ জল প্রকল্প এলাকায় মেরামতির কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা সংলগ্ন মহেশতলা ও বজবজ পুরসভা এলাকাতেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

পুরসভার জল সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে, পুরসভার ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর বরো এলাকার বাসিন্দারা ওই দিন সকাল ন’টার পরে পরিস্রুত পানীয় জল পাবেন না। পুরসভা সূত্রের খবর, এই বরো এলাকাগুলির মধ্যে পড়ে কালীঘাট, বেহালা, জোকা, কসবা, গড়িয়াহাট, মেটিয়াবুরুজ, চেতলা, বাঁশদ্রোণী, রানিকুঠি, গরফা, গল্ফ গ্রিন, গড়িয়া-সহ বিস্তীর্ণ এলাকা। এমনকি, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বেশ কিছু এলাকাতেও ওই দিন পানীয় জল পরিষেবা ব্যাহত হবে। গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে মহেশতলা ও বজবজ পুর এলাকার কিছু অংশেও জল সরবরাহ হয়। তাই ফলে ওই দুই পুর এলাকাতেও পরিষেবা বিঘ্নিত হবে বলে জানানো হয়েছে। ১৯ জানুয়ারি সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে বলে পুরসভার জল সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#south kolkata, #KMC, #drinking water, #Kolkata

আরো দেখুন