রাজ্য বিভাগে ফিরে যান

২৪ জানুয়ারি থেকে ‘দুয়ারে সরকার’, জানাল নবান্ন

January 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সামাজিক প্রকল্প বাংলার সবাই এখনও পাননি। বেশিরভাগ মানুষ পেলেও এখনও কিছু অংশের মানুষ বাকি আছে। তাই সেইসব মানুষজন যাতে সরকারি সামাজিক প্রকল্প পান তার জন্য আবার ‘দুয়ারে সরকার’ শিবির খোলা হবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। ২৪ শে জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হযে চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচির সুবিধা যাতে প্রত্যেকটি পরিবার পায় এ বার তার উপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন।

দুয়ারে সরকারের সঙ্গে থাকছে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য আবেদনপত্র নেওয়া হবে বলে জানা গিয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব আবেদনপত্র খতিয়ে দেখে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এ বারের দুয়ারে সরকার শিবির থেকে এবার ৩৭ টি পরিষেবা প্রদান করা হবে বলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #Duare Sarkar, #West Bengal

আরো দেখুন