দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

খড়গপুরের স্কুলে ছাত্রছাত্রীদের উদ্যোগে খাদ্যমেলা

January 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ছাত্রছাত্রীদের উদ্যোগে খাদ্যমেলা। শুক্রবার খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে এই খাদ্যমেলা অনুষ্ঠিত হয়। মোট ৪২টি স্টল দেওয়া হয়েছিল। শিক্ষকদের একটি কমিটি ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ৮২জনকে বেছে নেয়। তারাই এই মেলায় স্টল দেয়। মাংসের চপ, সিঙারা, ঘুগনির পাশাপাশি ছিল এগরোল, চাউমিন, পিঠেপুলি, পাটিসাপ্টাও। সকাল থেকে এই মেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এক এক সময় স্টলগুলির সামনে ভিড় উপচে পড়ে।

ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সবাই মিলে কেনাকাটায় মেতে ওঠেন। ফলে খাদ্যমেলা বেশ জমে ওঠে। স্কুলের শিক্ষিকা সুজাতা বন্দ্যোপাধ্যায় ও স্বর্ণময়ী হাঁসদা বলেন, স্কুলে এই ধরনের অনুষ্ঠান প্রথম হল। তাই অল্প সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে পরীক্ষামূলকভাবে এই মেলা করা হয়। এদিন সকলে খুব আনন্দ করেছি। আগামী দিনে আরও বড় করে মেলা হবে। তিনি বলেন, এছর থেকে স্কুলে নিউট্রেশন বিষয়ে পঠনপাঠনও শুরু হল। স্কুলের উদ্যোগে এবারই প্রথম শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kharagpur, #food festivals

আরো দেখুন