নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সইফ আলি খানের উপর হামলাকারীকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। মুম্বই পুলিশের দাবি রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে তারা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিযোগ, ওই ব্যক্তি অভিনেতার উপর ধারাল ছুরি নিয়ে চড়াও হয়। আহত অবস্থায় সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের প্রায় ৩০টি দল।
পুলিশ জানিয়েছে, থানে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শুয়ে ছিল অভিযুক্ত। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।