বিনোদন বিভাগে ফিরে যান

এবার খাদান ঝড় দুবাইয়ে

January 19, 2025 | < 1 min read

ঋতম প্রামাণিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সারা বাংলা ও ভারতে দর্শকদের মন জয় করার পর এবার দুবাইয়ে বিশেষ স্ক্রিনিং করছে টিম খাদান।

বক্স অফিসে ১৫ কোটির গণ্ডি টপকে গিয়েছে এই ছবি। আগামী ২৫ জানুয়ারি থেকে সেখানে দেখা যাবে এই ছবি।

সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ‘খাদান এখন আন্তর্জাতিক। দুবাইয়ে খাদানের গ্র্যান্ড আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। তৈরি হয়ে যান খাদানের আন্তর্জাতিক ট্যুরের জন্য। দুবাই আমরা ২৫ জানুয়ারি আসছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #Tollywood, #Dev, #Tollygunge, #Dubai, #screening, #Khadaan

আরো দেখুন