খেলা বিভাগে ফিরে যান

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হল ভারতীয় দল, রোহিতের ডেপুটি হলেন কে?

January 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার দুপুরে বিসিসিআইয়ের সদর দপ্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৫ জনের দলের অধিনায়কত্ব সামলাবেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ায় থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলও ঘোষিত হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ইংল্যান্ড সিরিজে বুমরাহর জায়গায় খেলবেন হর্ষিত রানা। দুই দলের সামির প্রত্যাবর্তন ঘটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Team India, #Squad, #Champions trophy

আরো দেখুন