আজ মুর্শিদাবাদে নেতা-নেত্রীদের কোন বার্তা দিতে রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন মমতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকে জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক সভার পর দলের নেতানেত্রীদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রায় ৫০ জন নেতা-নেত্রী সেখানে হাজির থাকবেন। দলের সাংগঠনিক চেয়ারম্যান, সভাপতি, বিধায়ক ও ব্লক সভাপতিরা ছাড়াও জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা হাজির থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, বৈঠকের জন্য প্রশাসনিক সভামঞ্চের পিছনে অ্যান্টি চেম্বার বানানো হয়েছে। শোনা যাচ্ছে, সভামঞ্চ থেকে নেমে সামান্য বিরতি নিয়ে মুখ্যমন্ত্রী অ্যান্টি চেম্বারে ঢুকে দলীয় নেতৃত্বকে আগামীর পরিকল্পনা শোনাতে পারেন।
সাংগঠনিক নেত্রী কী বার্তা দেবেন, তা নিয়ে তঠস্থ দুই সাংগঠনিক জেলার নেতারা। আগামী বছরই বিধানসভা নির্বাচন। জেলার কিছু ব্লকে দলীয় সভাপতিদের সঙ্গে বিধায়কদের ব্যাপক গোষ্ঠী কোন্দল রয়েছে। ভোটের আগে দ্বন্দ্বে রাশ টানতে নেত্রীর ভোকাল টনিক ফলপ্রসূ হতে পারে।
জেলার ২৬টি ব্লক থেকেই নেতারা সভায় বিপুল লোকসমাগমের চেষ্টা চালাচ্ছেন। বিধায়করাও উঠে পড়ে লেগেছেন। মিছিল নিয়ে সুষ্ঠুভাবে যাতে তৃণমূল কর্মীরা সভাস্থলে ঢুকতে পারেন, সেই ব্যবস্থা করছে পুলিশও। বহরমপুর, রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা, কান্দি, ভরতপুর সালার ও খড়গ্রাম থেকে আসা ছোট বড় মাঝারি গাড়িগুলি কাটরা মসজিদের কাছে পার্কিং করবে। সেখান থেকে কর্মীরা হেঁটে সভাস্থলে পৌঁছবেন। সাগরপাড়ার রানিনগর থেকে আসা ছোট ও বড় গাড়িগুলি নাকুরতলা গ্রাউন্ডে রাখা হবে। সেখান থেকে কর্মীরা সভাস্থলে পৌঁছবেন হেঁটে। লালগোলা থেকে আগত গাড়িগুলি কুর্মিতলা অগ্রদূত ক্লাবের ময়দানে পার্কিং করবে। ভগবানগোলা ও জঙ্গিপুর থেকে যে সমস্ত গাড়ি আসবে তা কুর্মিতলা হাইস্কুল ময়দানে রাখা হবে। ওখান থেকেও কর্মীরা হেঁটে মিছিল করে সভাস্থলের দিকে এগবে। জিয়াগঞ্জ ও রানিতলা থেকে যে গাড়িগুলি কর্মী নিয়ে আসবে, সেগুলি নশিপুর আখড়া গ্রাউন্ড এবং নশিপুর নবাব বাগানে পার্কিং করবে। নেত্রীর নির্দেশের জন্য সকলেই মুখিয়ে আছেন। দুপুর ১টায় সভা হলেও সকাল সকাল কর্মীরা বেরিয়ে পড়েছেন।