আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

দুর্গে পরিণত ওয়াশিংটন, আজ আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প

January 20, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরুর আগে কার্যত দুর্গে পরিণত হয়েছে ওয়াশিংটন। তাঁর ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। শুরু হয়ে গিয়েছে উৎসব। রাজধানীর প্রায় ৫০ কিলোমিটার এলাকা লোহার উঁচু বেড়া দিয়ে ঘেরা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে কংক্রিটের প্রাচীর গড়ে তোলা হয়েছে। বেশ কিছু রাস্তায় ইতিমধ্যে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অসংখ্য ড্রোন আকাশের দখল নিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গিয়েছে উদযাপন। উদ্বোধনী অনুষ্ঠান হয় ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে। যেখান থেকে রবিবার সন্ধ্যায় সপরিবারে ওয়াশিংটনে এসে পৌঁছেছেন ট্রাম্প।

আজ, সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় বেলা ১২টায়, ভারতীয় সময় রাত সাড়ে দশটায় আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প। আমন্ত্রিতদের তালিকায় আছেন টেসলার এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটার সিইও মার্ক জুকেরবার্গ, অ্যাপলের সিইও টিম কুক, টিকটক সিইও শউ যি চেউ সহ বিভিন্ন মার্কিন বহুজাতিক সংস্থার সিইওরা। ট্রাম্প পরিবারের ব্যক্তিগত আনন্ত্রণে স্ত্রী নীতাকে সঙ্গে নিয়ে থাকবেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। বাইডেন জানিয়ে জানিয়েছেন, তিনি আজ উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন দেশের তিন প্রাক্তন প্রেসিডেন্ট—বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা। প্রথা ভেঙে এবার বিভিন্ন রাষ্ট্রের নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়েছেন ট্রাম্প। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

প্রবল শৈত্যপ্রবাহের জন্য ক্যাপিটলের সিঁড়ির পরিবর্তে রোটান্ডায় শপথগ্রহণ করবেন ট্রাম্প। সেখানে মাত্র ৬০০ জন থাকতে পারবেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে প্রায় ২ লক্ষ ২০ হাজার টিকিট বিলি হয়ে গিয়েছে। ক্যাপিটাল ওয়ান স্পোর্টস অ্যারিনায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে লাইভ সম্প্রচার হবে শপথ অনুষ্ঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Donald Trump, #USA

আরো দেখুন