প্রযুক্তি বিভাগে ফিরে যান

কারেন্ট অ্যাকাউন্ট খোলার টোপ দিচ্ছে কেউ? সাবধান! সতর্কবাণী বিধাননগর সাইবার ক্রাইম থানার

January 21, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিদিন আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। অনলাইনে লুট করা টাকা যাচ্ছে কোথায়? কারা তৈরি করছে প্রতারণার টাকা রাখার ব্যাঙ্ক অ্যাকাউন্ট? তদন্তে নেমে এই ধরনের অ্যাকাউন্ট বানানোর বড়সড় চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম থানা। চক্রের মূল পান্ডা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, সাইবার প্রতারণার টাকা রাখার জন্য কলকাতাতে তারা প্রায় ৫০০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছে।

বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, মে মাসে নিউটাউনের এক ব্যক্তি ডিজিট্যাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন। তিনি ৩৭ লক্ষ টাকা খোয়ান। ঘটনার তদন্ত নামে বিধাননগর সাইবার ক্রাইম থানা। তা করতে গিয়ে এই ধরনের অ্যাকাউন্ট বানানোর গ্যাংয়ের খোঁজ মেলে। বিভিন্ন নথি দেখে তাদের চিহ্নিত করা হয়। শনিবার তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আশিস সাহা, রাজ রাঠি ও অর্ণব সরকার। আশিসের বাড়ি হুগলিতে। বাকি দু’জনের বাড়ি হাওড়ায়। আশিস এই চক্রের পান্ডা। তারা কলকাতায় তিনটি অফিস খুলেছিল। তারা প্রায় ৫০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল। ধৃতদের কাছ থেকে একাধিক এটিএম কার্ড, মোবাইল, চেকবুক, ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা যায়, সাধারণ মানুষকে টাকার লোভ দেখিয়ে তারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করত। প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট হিসাবে সেগুলি খোলা হত। বেশি পরিমাণ টাকা লেনদেনের জন্য বিভিন্ন কোম্পানির নামে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। এমন অ্যাকাউন্টে ডিজিটাল অ্যারেস্ট, কেওয়াইসি আপডেট, ইনভেস্টমেন্ট ফ্রড সহ বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা থেকে প্রাপ্ত টাকা রাখা হত। অবৈধ লেনদেনের জন্য ধৃতরা ১.৫ থেকে ২ শতাংশ কমিশনে অ্যাকাউন্টগুলি ভাড়া দিত। কিছু অ্যাকাউন্ট তারা বিক্রিও করে দিয়েছে। যাঁদের নাম ও নথি নিয়ে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে তাঁরা জানেনই না যে সাইবার প্রতারণায় সেগুলি ব্যবহার হচ্ছে। বিধাননগরের ডিসি ডিডি (ক্রাইম) সোনাওয়ানে কুলদীপ সুরেশ সতর্ক করে জানিয়েছেন, কেউ যদি টাকার বিনিময়ে এই প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট খুলতে বলে, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CYBER CRIME, #bank fraud

আরো দেখুন