কলকাতা বিভাগে ফিরে যান

শহরের কোন রাস্তায় বাতিস্তম্ভের আলোর হাল কেমন, প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ পুরসভার

January 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলোক বিভাগের কর্মীদের রোস্টার ডিউটি চালু করল কলকাতা পুরসভা। কোন রাস্তায় কোথায় আলো খারাপ, কোথায় কম, কোথায় নতুন বাতিস্তম্ভ বসাতে হবে ইত্যাদি বিষয় দেখতে বলা হয়েছে কর্মীদের। প্রতি সপ্তাহে রিপোর্ট জমা করতে হবে। বিকেলের পর কর্মীরা ঘুরে ঘুরে দেখবেন, সম্প্রতি পুর কমিশনার নির্দেশিকা দিয়েছেন। আলোক বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের রোস্টার ডিউটি চালু হয়েছে।

টক টু মেয়র অনুষ্ঠানে রাস্তায় দু’মাস ধরে আলো জ্বলছে না বলে অভিযোগ আসে। তারপর সমস্যার সমাধান। আধ ঘণ্টার মধ্যে জ্বলে ওঠে আলো। এই ধরনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উপায় বাতলে দেন মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং বিভাগের কর্মীদের মতো আলোক বিভাগের আধিকারিক ও কর্মীদের জন্য ডিউটি রোস্টার তৈরি করতে বলেন তিনি। পুর কমিশনার নির্দেশিকা দিয়ে তা চালু করেন।

নির্দেশিকায় বলা হয়েছে, জোনাল এগজিকিউটিভ ইঞ্জিনিয়াররা এলাকাভিত্তিক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ডিউটি রোস্টার বানাবেন। কোথায় লাইট খারাপ, তাঁরা ঘুরে ঘুরে প্রতি সপ্তাহে রিপোর্ট দেবেন। কোথায় কী প্রয়োজন, ডিপিআর তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা করতে বলা হয়েছে। প্রতি মাসে রিপোর্ট আলোক বিভাগের ডিজির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #কলকাতা, #KMC, #Road, #Light

আরো দেখুন