দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সেবাশ্রয়ের সাফল্য! জটিল অস্ত্রোপচারের সুবাদে বিপদমুক্ত হয়ে আরোগ্যের পথে ন’বছরের আলতাফ

January 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ন’বছরের আলতাফ হোসেন ঘরামি এখন সুস্থতার পথে, সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি। সেবাশ্রয় কর্মসূচির দৌলতে আলতাফের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলতাফের অভিভাবকরা জানিয়েছেন, “ঈশ্বর ওকে আমাদের কাছে পাঠিয়েছে। আর সময়মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত ২ জানুয়ারি থেকে সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আলতাফকে নিয়ে এসেছিলেন তার বাবা। আলতাফের হৃদরোগজনিত সমস্যা চিহ্নিত করে, অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসকরা। সর্বতোভাবে আলতাফের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন অভিষেক। প্রতিশ্রুতি রাখেন তিনি। শিশুটির জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার করেন আলতাফের। ৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচার শেষে এখন সে সুস্থতার পথে।

তার বাবা জানিয়েছেন, উন্নত মানের চিকিৎসায় তাঁর ছেলে এখন স্থিতিশীল। ঠিকমতো কথা বলতে পারছে। এই চিকিৎসার জন্য আমার এক টাকাও খরচ হয়নি। পুরোটাই ব্যবস্থা করে দিয়েছেন সাংসদ।অভিষেক বলেছেন, “সেবাশ্রয় একটি সময়োপযোগী পদক্ষেপ। যেখানে আলতাফের সুস্থ হয়ে ওঠার ঘটনা প্রমাণ দিচ্ছে সেবাশ্রয় উদ্যোগ সাফল্যের সঙ্গে এগচ্ছে। একটি শিশুকে সুস্থ করে তোলার বিরাট দায়িত্ব পালনের জন্য মেডিক্যাল টিমের সবাইকে কৃতজ্ঞতা জানাই। সেবাশ্রয়ের প্রতিশ্রুতি স্বাস্থ্যসেবা। এই প্রতিশ্রুতি পালনে আমরা এগিয়ে চলেছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #Sevashray, #Altaf

আরো দেখুন