রাস্তার পর এবার মোহনবাগানের নামে মেট্রো স্টেশনের নামকরণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শ্যামবাজার মেট্রোর নাম বদলে মোহনবাগানের নামে হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের এনওসি-র প্রয়োজন এ জন্যে। শোনা যাচ্ছে, তাও নাকি মিলেছে। বাকিটা রয়েছে কেন্দ্রের হাতে। কেন্দ্রের অনুমোদন মিললেই নাম বদল হতে পারে বলে খবর।
ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “আমরা মোহনবাগান ক্লাবের নামে শ্যামবাজার মেট্রোর নাম করার জন্য প্রস্তাব নিয়ে কাজ করা শুরু করেছি। এ ব্যাপারে নো অবজেকশন লাগে রাজ্য সরকারের। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশন দিয়েছেন। তা পাঠানোও হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয়। তাই কিছুটা সময় লাগছে। রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান।”
তাঁর দাবি, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে এই বিষয়ে নো অবজেকশন দিয়েছেন। মেট্রো কর্তৃপক্ষকে তা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “রেল ম্যানেজমেন্ট যদি রাজি হয়, তবে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ মোহনবাগানের নামে করা সম্ভব। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই কিছুটা সময় লাগছে।”
বিগত বছর বার্ষিক সভায় শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম মোহনবাগানের নামে করার প্রস্তাব উঠেছিল। তা বাস্তবায়নের উদ্দেশ্যে কমিটি উদ্যোগী হয়ে কাজ করছে। প্রসঙ্গত, কলকাতায় মোহনবাগান লেন ও মোহনবাগান রো ছিলই, কিছুদিন আগে যুক্ত শিলিগুড়িতেও মোহনবাগানের নামে রাস্তা হয়েছে। দুর্গাপুরে উদ্বোধন হয়েছে মোহনবাগান এভিনিউ। ফুটবল নয়, মোহনবাগান কলকাতার গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ তাদের নামে হলে এটি কলকাতার ময়দানের জন্য গৌরবের হবে।