← রাজ্য বিভাগে ফিরে যান

সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের, মামলা গৃহীত বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার, আরজি করে মহিলা চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের শাস্তি দেন বিচারক। এরপরেই মুখ্যমন্ত্রী জানান, দোষীর চরমতম শাস্তির দাবিতে আবেদন জানাবে রাজ্য। সেই মতো মঙ্গলবার সকালেই উচ্চ আদালতে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। মামলার আবেদন গৃহীত হয়েছে হাইকোর্টে। এবার মামলা চলবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।