খেলা বিভাগে ফিরে যান

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের

January 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড।

টসে জিতে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার একদিকে ধরে রাখলেও অন্যদিকে পরপর উইকেট পড়তে থাকে টিমের। ১০৯ রানের মাথায় বরুণ চক্রবর্তীর বলে নীতিশ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে আউট হন বাটলার। জস বাটলার দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন। ভারতের হয়ে ৩টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছে হার মানে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩২ রানে অলআউট হয়। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু হয় অভিষেকের ব্যাটে ঝড়। ইংরেজ পেসার জোফ্রা আর্চার ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড শিবিরে কিছুটা আশা জাগায়। কিন্তু সেই আশায় জল ঢাললেন অভিষেক।

মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। ৩৪ বলে ৭৯ রানের একটি দূর্দান্ত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আদিলের বলে আউট হলেও ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৮ রান। তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য অনায়াসে এই রান তুলে দিলেন।

মাত্র ১২.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#England, #Eden Gardens, #t20, #India

আরো দেখুন