সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দেওয়াতে ব্যর্থ মোদীর CBI-র বিরুদ্ধে আন্দোলন নাকি তদন্তকারীদের জয়গান? ধর্মসঙ্কটে বঙ্গ BJP
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি করে মহিলা চিকিৎসক খুন-ধর্ষণে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজা হয়েছে, সর্বোচ্চ সাজা না-হওয়ায় জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরজি কর মামলার তদন্তে মোদীর সিবিআইয়ের ভূমিকায় প্রবল ধর্মসঙ্কটে পড়েছে বঙ্গ বিজেপি। তদন্তে সিবিআইয়ের ভূমিকার প্রশংসা করে কর্মসূচি নেওয়া হবে, নাকি অন্য ‘পার্টি লাইন’ নেওয়া হবে? দলের অন্দরে জোর চর্চা চলছে। এ নিয়ে যে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে তাও বুঝতে পারছেন বঙ্গ বিজেপির নেতারা। কী পদক্ষেপ করা হবে? অসহায়, দিশেহারা রাজ্য নেতৃত্ব পদ্ম পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে।
আরজি কর মামলায় দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা হতেই রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে চর্চা। সঞ্জয়ের করা অপরাধ ‘বিরলের মধ্যে বিরলতম’, আদালতে প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। তাই ফাঁসির সাজা হয়নি দোষী সঞ্জয়ের। সিবিআই মোদী সরকারের অধীনে থাকা সংস্থা। যার জেরে রায় নিয়ে অবস্থান ঠিক করতে সঙ্কটে পড়েছে গেরুয়া শিবির। নেতাদের আশঙ্কা, সিবিআইয়ের ভূমিকার প্রশংসা করলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। অন্যদিকে, সিবিআইয়ের সমালোচনা করে কর্মসূচি নিলে দিল্লির প্রশ্নের মুখেও পড়তে হতে পারে রাজ্য নেতৃত্বকে।
দিল্লি থেকে বঙ্গ ব্রিগেডের কাছে নির্দেশ গিয়েছে, আরজি কর ইস্যুতে প্রচার হলেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। উভয় সঙ্কটে কার্যত দিশেহারা বঙ্গের গেরুয়া নেতারা।