দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

গুটি গুটি পায়ের ছাপে সুন্দরবনে বাঘের শাবকের সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত

January 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুন্দরবনের অরণ্যে বাঘ শুমারি করতে গিয়ে দেখা মিলেছে গুটি গুটি পায়ে হেঁটে চলে বেড়ানোর ছবি।

মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে চারদিক দেখে নিচ্ছে শাবকেরা। মায়ের আদরে লুটোপুটি খাচ্ছে। জঙ্গলের বিভিন্ন জায়গায় বসানো ট্র্যাপ ক্যামেরার ছবি ও ফুটেজ পর্যালোচনা করে দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের আধিকারিকরা বুঝতে পেরেছেন, এবার ভালই বংশবৃদ্ধি হয়েছে বাঘেদের। ছবি ও ফুটেজে অনেক ব্যাঘ্রশাবক থাকার প্রমাণ মিলেছে। তাদের পায়ের ছাপও দেখতে পাওয়া গিয়েছে। বাঘ শুমারিতে শাবকদের গণনার মধ্যে ধরা হয় না। কয়েক বছর বাদে এরা বড় হয়ে উঠলে, আসল সংখ্যা জানা যাবে।

রায়দিঘি ও রামগঙ্গা রেঞ্জে এদের উপস্থিতি বেশি টের পাওয়া গিয়েছে। রায়দিঘি রেঞ্জে সবথেকে বেশি ব্যাঘ্রশাবকের ছবি ক্যামেরাবন্দি হয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কোথাও দু’টি, কোথাও তিনটি শাবক খেলা করছে, খুনসুটি করছে। মায়ের পিছন পিছন হেঁটে যেতে দেখা যাচ্ছে ছানাদের। বাঘিনীর ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। বাঘিনীর ছবি ও ফুটেজ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বুঝতে পারেন, সদ্য প্রসব করেছে সে।

গতবার রায়দিঘি রেঞ্জে ১৭টি বাঘের ছবি ধরা পড়েছিল। সদ্য চলা শুমারিতে সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা। ট্র্যাপ ক্যামেরার ছবি ও ফুটেজ বিশ্লেষণে ইঙ্গিত মিলেছে শুধু শাবক নয়, পূর্ণবয়স্ক বাঘের সংখ্যাও বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Royal Bengal Tiger

আরো দেখুন