রাজ্য বিভাগে ফিরে যান

কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে ডায়ালিসিস ইউনিটে বেড সংখ্যা তিনগুণ বাড়ানো হচ্ছে

January 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজে ডায়ালিসিস ইউনিটে বেড সংখ্যা বাড়ানো হল। এতে কোচবিহার সহ আশপাশের জেলার মানুষ উপকৃত হবে।

এমজেএন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল বলেন, যাঁরা কিডনির অসুখে ভুগছেন তাঁদের এখন থেকে সহজেই পরিষেবা দেওয়া সম্ভব হবে। একসঙ্গে ১৫টি বেড চালু থাকবে। এখন পাঁচটি বেড থাকলেও তিনটির মেশিন খারাপ। তাই ওগুলি ব্যবহার করা যাচ্ছে না। যে দু’টি কার্যকর তা দিয়ে দিনে ২৫-৩০ জন রোগীর ডায়ালিসিস করা হয়। আগামী দিনে আরও রোগী এখান থেকে পরিষেবা পাবেন।

বছর কয়েক আগে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরাট প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। এখন সেখানে পড়াশোনো প্রশাসনিক কাজকর্ম হয়। জেলা হাসপাতালের পুরনো এমজেএন ভবনে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। সেখানে উন্নত রোগী পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর বিভাগ চালু করা হচ্ছে। ট্রমা কেয়ার ইউনিট থেকে শুরু করে সুপার স্পেশালিটি আউটডোর পরিষেবা, সিসিইউ ইউনিট সহ অন্যান্য পরিষেবা চালু রয়েছে। তারইমধ্যে নতুন করে ১৫ বেডের ডায়ালিসিস ইউনিটটি চালু করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coochbehar, #Medical college, #Dialysis, #dialysis unit

আরো দেখুন