দেশে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে, বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের রিপোর্ট

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে দেশে মারা গিয়েছেন ৩২০৬ জন। সংখ্যাটি ২০২৩ সালে ছিল ২৪৮৩। ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা তার আগের বছরের তুলনায় বেড়েছে ৭২৩। ২০২৪ সালের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে আরও বলা হয়েছে, ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত সবথেকে উষ্ণতম বছর ছিল এটি। এর আগে উষ্ণতম বছরের রেকর্ড ছিল ২০১৬। সেটা এবার ভেঙে গিয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। আবহাওয়া খামখেয়ালি আচরণ করছে। প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি এর সঙ্গে সম্পর্ক যুক্ত কি না, সেই প্রশ্ন উঠছে। তবে এই ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। আগামী কয়েক বছরের প্রবণতা দেখার পর এই বিষয়ে নিশ্চিত হয়ে যাবে। তবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা আরও উন্নত হওয়ার পরেও প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগজনক, এটা মানছেন আবহাওয়াবিদরা।
প্রাকৃতিক দুর্যোগের মধ্য বজ্রপাত ও ঝড়ে মৃত্যু এখন সবথেকে বেশি হয়। ২০২৪ সালে এই কারণে মৃত্যু হয়েছে ১৩৭৪ জনের। ২০২৩ সালে বজ্রপাত ও ঝড়ের জন্য দেশে মারা গিয়েছিলেন ১৩৩৩ জন। ২০২৪ সালে ঘূর্ণিঝড়ে মারা গিয়েছেন ৭০ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩৬। গত বছরে বন্যা ও অতিবৃষ্টিজনিত কারণে দেশে মারা গিয়েছেন ১২৮৭ জন। এটাও ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেড়েছে। অতিবৃষ্টি ও বন্যার জন্য ২০২৩ সালে মোট ৮৯০ জনের মৃত্যু হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এরপরে সবথেকে বেশি মৃত্যু হয়েছে তাপপ্রবাহের জন্য। ২০২৪ সালে তাপপ্রবাহের জন্য দেশে ৪৫৯ জন মারা গিয়েছেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৮১।