খেলা বিভাগে ফিরে যান

মর্মান্তিক রেল দুর্ঘটনা মহারাষ্ট্রে, লাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের পিষে দিল অন্য ট্রেন

January 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটল বুধবার। এবার মহারাষ্ট্রে। জানা গিয়েছে, আগুন আতঙ্ক থেকে বাঁচতে রেললাইনে লাফ দিয়ে নেমেছিলেন পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী। কিন্তু ঠিক সেই সময়েই দ্রুত গতিতে ছুটে আসা কর্নাটক এক্সপ্রেস পিষে দেয় ওই যাত্রীদের।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের অন্তত ছ’জন যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়েছিল এবং যাত্রীরা চেন টেনেছিলেন। জলগাওঁয়ের পাচোরা স্টেশনের কাছে বিকেল ৫টা নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। অনেকে সেখান থেকে নেমে পাশে রেললাইনের উপর দাঁড়ান। সেই সময়েই উল্টো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেস তাঁদের উপর দিয়ে বেরিয়ে যায়। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে মেনে নিয়েছেন রেল আধিকারিকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #train accident, #mishap

আরো দেখুন