১৯৪৫ সাল থেকে নেতাজির জন্মদিন পালিত হচ্ছে মধ্য কলকাতার মলঙ্গা লেনে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৪৫ সাল থেকে নেতাজির জন্মদিন পালন করছে জাতীয় আর্ত্তত্রাণ সমিতি। মধ্য কলকাতার ৩৮, মলঙ্গা লেনের ‘জাতীয় আর্ত্তত্রাণ সমিতি’র অফিসে ১৯৪৫ সালের ২৩ জানুয়ারি প্রথম নেতাজির জন্মদিন পালিত হয়েছিল। ভারতমাতার বিশাল মূর্তির সঙ্গে নেতাজির ছবিও পূজিত হয়। সেই ২৩ জানুয়ারির সকালে আজাদ হিন্দ বাহিনীর পতাকা তোলা হয়। বন্দে মাতরম স্লোগানের সঙ্গে শঙ্খধ্বনিতে পালিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি। উদ্যোক্তা ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ‘জাতীয় আর্ত্তত্রাণ সমিতি’। আজও ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে আজও আজাদ হিন্দের পতাকা উত্তোলিত হয়।
আগে ভারতমাতার মূর্তি নিয়ে শোভাযাত্রা করা হত। এখন নেতাজির আবক্ষমূর্তি থাকে। ওই মূর্তি গোপালবাবুই বানিয়েছিলেন। মলঙ্গা লেনে নেতাজির জন্মদিন পালনের কথা জানতে পেরেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা সেই সময় অনুষ্ঠানে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু সেবার তাঁরা আসতে না পারায় ভারতমাতা ও নেতাজির মূর্তি নিয়ে মলঙ্গা লেন থেকে শোভাযাত্রা নেতাজির বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
৩৯, মলঙ্গা লেনে ছিল বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়ের বাড়ি। ১৯১৪ সালে রডা কোম্পানির অস্ত্র লুটের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি। গোপাল মুখোপাধ্যায় ছিলেন বিপ্লবী অনুকুলবাবুরই ভাইপো। এই গোপালবাবুই ‘জাতীয় আর্ত্তত্রাণ সমিতি’র প্রতিষ্ঠাতা। ৩৮ নম্বর ঠিকানায় সমিতির অফিস রয়েছে এখনও। গোপালবাবুর নাতি শান্তনু মুখোপাধ্যায় এখন নেতাজির জন্মদিন উদযাপনের অন্যতম আয়োজক। নেতাজির ভাবধারায় উদ্বুব্ধ হয়ে তাঁর দাদু ১৯৪৫ সালে জাতীয় আর্ত্তত্রাণ সমিতি প্রতিষ্ঠা করেন। এই সমিতির আয়োজনে ১৯৪৫ সালের ২৩ জানুয়ারি থেকে নেতাজির জন্মদিন পালন করা হচ্ছে। এবার তা ৮০ বছরে পড়ল।