ভ্রমণ বিভাগে ফিরে যান

তিন দিনের ছুটি, কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? মুশকিল আসান করছে দৃষ্টিভঙ্গি

January 23, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অল্প কদিনের ছুটি পেলে এই শীতেই গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ুন। রইল কিছু জায়গার হদিশ।

গনগনি

গনগনি: পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে গনগনি অফুরন্ত প্রাকৃতিক শোভা নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। একই সঙ্গে গড়বেতা আর বিষ্ণুপুরে ঘুরে নেওয়া যেতে পারে। কলকাতা থেকে চন্দ্রকোণা রোড ধরে গড়বেতা। সেখান থেকে জাতীয় সড়ক ধরে পৌঁছে যাবেন গনগনি। কামেশ্বরী মন্দির, রাধাবল্লভ মন্দির, রঘুনাথজি মন্দির দেখে নিতে পারেন।

মুরগুমা: ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তের মুরগুমা সবুজের স্বর্গরাজ্য। আদিবাসী গ্রামটিতে ঘুরতে যাবার সেরা সময় হল হালকা শীত। অযোধ্যা পাহাড়ের কাছে জঙ্গল ঘেরা এই গ্রামে গাড়ি করে অনায়াসে পৌঁছে যাওয়া যায়।

বড়ন্তি

বড়ন্তি: নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য রয়েছে বড়ন্তি, একদিকে বিহারীনাথ পাহাড় ও অন্যদিকে পঞ্চকোট পাহাড়। তার মাঝে বড়ন্তি। লাল মাটির কাঁচা সড়ক, সঙ্গে লেক। গাঁয়ের পথে গাড়ি নিয়ে ঘুরলে মন তরতাজা হয়ে যায়।

তাবাকোশি

তাবাকোশি: চা বাগানের মাঝে সময় কাটাতে হলে তাবাকোশি আদর্শ জায়গা। রংভাঙ নদীর পাশে। এই জায়গায় পৌঁছনো খুবই সহজ, শিলিগুড়ি থেকে মিরিক, সেখান থেকে তাবাকোশি। গোপালধারা, থার্বো, সাংমার মতো নানা চা বাগান ঘুরে দেখতে পারেন। এখানে কমলালেবু, ভুট্টা, এলাচের ক্ষেত দেখতে পাবেন।

বগুরান জলপাই

বগুরান জলপাই: পূর্ব মেদিনীপুরের বগুরান জলপাই কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা দূরে অবস্থিত। সমুদ্রের পাড়ে একলা বসে সময় কাটানো পছন্দ হলে ঘুরে আসুন। ভিড় প্রায় নেই বললেই চলে, সমুদ্রতীর ধরে হেঁটে সূর্যাস্ত দেখা উপভোগ করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Travel, #Travelling, #Winter Tourism, #Winter

আরো দেখুন