ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর, নরেন্দ্রপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু ব্রাজিলের ইনসুলিন গাছের চাষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রক্তে শর্করার মাত্রা কমাতে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয় ডায়াবেটিস রোগীদের। ব্রাজিলে এক ধরনের গাছ পাওয়া যায়। সেই গাছের পাতা শুকিয়ে চা বা জলের সঙ্গে পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। গাছটির নাম ইনসুলিন গাছ। এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপকরা সেই গাছের চাষ শুরু করেছেন। তাঁদের দাবি, ইনসুলিন গাছের চাষ সব আবহাওয়ায় হয় না। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এখানে চাষ করার ক্ষেত্রে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য পলি হাউস ফার্মিংয়ের মাধ্যমে এই গাছের চাষ করা হয়েছে। মিলেছে সাফল্য।
কৃষকদের এই গাছ চাষের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। পলি হাউস ফার্মিংয়ে মাঠের একটা অংশকে চাষ করার জন্য তৈরি করা হয়। ফল, ফুল, সব্জি গাছের বীজ রোপণের পর তার উপরে উন্নত মানের পলিথিন শিট দিয়ে ঢেকে দেওয়া হয়। এর মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। ব্রাজিলের এই গাছ ভারতের পুণে এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে চাষ শুরু হয়েছে। গত বছরই পরীক্ষামূলকভাবে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ও ডিরেক্টর মানস ঘোষের তত্ত্বাবধানে এই চাষের উদ্যোগ নিয়েছিলেন তিন অধ্যাপক। তাঁরা হলেন রানাপ্রতাপ চট্টরাজ, সৌরেন্দ্রনাথ দাস এবং বিপ্লব পাল। গাছটি ফায়ারি কোস্টাস বা সর্পিল পতাকা নামে পরিচিত। পূর্ব ব্রাজিলের একটি ভেষজ উদ্ভিদ এটি। গাছের পাতা শুকিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়। শুকনো পাতা লিকার চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। ডায়বেটিক রোগীর সুগারের মাত্রা কমাতে সাহায্য করে এটি।