কলকাতা বিভাগে ফিরে যান

বইপ্রেমীদের জন্য সুখবর! বইমেলা উপলক্ষে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে মেট্রো রবিবারও চলবে

January 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৮ জানুয়ারি থেকে কলকাতা বইমেলা শুরু হচ্ছে। চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেইসময় ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) পর্যন্ত অংশে বাড়তি পরিষেবা মিলবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়তি মেট্রো চালানো হবে। আর রবিবারও মিলবে পরিষেবা। দুপুর থেকে পরিষেবা মেট্রো চালু হবে। চলবে রাত পর্যন্ত।

বইমেলার কয়েকদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ১২২টি মেট্রো চালানো হবে। এমনিতে ওই লাইনে ১০৬টি মেট্রো চালানো হয়। বইমেলার জন্য ১৬টি মেট্রো বাড়ানো হয়েছে। আর সাধারণত বিকেল ৪ টে ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হয়। বইমেলার সময় দুপুর ২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।

রবিবার (২ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি) ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ৭৪টি মেট্রো চালানো হবে। ৩৭টি মেট্রো চলবে সল্টলেক সেক্টর ফাইভের দিকে। আর শিয়ালদার দিকে যাবে ৩৭টি মেট্রো। ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে (দুপুর ২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট)।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #metro services, #Kolkata International Book fair, #Sealdah sector v metro

আরো দেখুন