দেশ বিভাগে ফিরে যান

আতঙ্ক ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গিলান-বারি সিন্ড্রোম! সাবধান

January 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরল স্নায়ুরোগ গিলান-বারি সিন্ড্রোম ছড়িয়ে পড়ছে পুণেতে। এখনও অবধি ৭৩ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৪৭ জন পুরুষ, ২৬ জন মহিলা। ১৪ জন রোগী ভেন্টিলেশনে আছে। নতুন করে ছ’জনের শরীরে এই রোগ ধরা পড়েছে শনিবারে। আক্রান্তদের রক্ত, মল, লালারস, থুতু ও মূত্রের নমুনা পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন করেছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর। কেন এই ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার ছড়াচ্ছে, বিশেষজ্ঞেরা তা খোঁজার চেষ্টা করছেন। গিলান-বারি সিন্ড্রোম হল বিরল অটোইমিউন রোগ। এতে দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুলবশত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে।

মানবদেহের স্নায়ুতন্ত্র দু’টি অংশে বিভক্ত। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই রোগে পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয়। মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড বার্তা পাঠানো বন্ধ হয়। শরীর অসার হতে থাকে। হাত-পা দুর্বল হয়ে যায়। প্রথমে পা দিয়ে শুরু হয়, তারপর হাত ও মুখে ছড়ায়। পক্ষাঘাত হতে পারে রোগীর। কথা বলতে অসুবিধা হয়। খাবার গিলতে অসুবিধা হয়। শ্বাসকষ্টও হয়। এমনকি প্রাণ হারাতে পারেন রোগী। বিশেষজ্ঞদের অনুমান ভাইরাস বা ব্যাকটিরিয়া সংক্রমণ থেকে এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। এই রোগের চিকিৎসা রয়েছে, তবে জটিল। রোগীকে দীর্ঘদিন রিহ্যাবিলিটেটিভ কেয়ারে থাকতে হয়। এমন রোগ কীভাবে ছড়িয়ে পড়ছে? দিশেহারা চিকিৎসকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pune, #Guillain Barre, #Nerve Disease

আরো দেখুন