পাখিদের শীতের স্বর্গরাজ্য কোচবিহারের রসিকবিলে শুরু হল পাখিশুমারি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীত পড়তেই কোচবিহারের রসিকবিল পাখিদের স্বর্গরাজ্য হয়ে ওঠে। এবার রসিকবিলে আরম্ভ হল পাখিশুমারি। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে ও বন দপ্তরের সাহায্যে এই পাখিশুমারি চলছে। গতবছর রসিকবিলে ৫৩টি প্রজাতির প্রায় ৬,৫০০টি পাখি দেখা গিয়েছিল। আরও বেশি প্রজাতির পাখি দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর কো অর্ডিনেটর অনিমেষ বসু, কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ বিশিষ্টরা গণনায় অংশগ্রহণ করেছিলেন।
রসিকবিলে জল ও জলের মধ্যে থাকা পাখিদের গণনা করা হচ্ছে। প্রতিটি দলে চারজন করে সদস্য আছেন। কেউ জলে নেমে, কেউ নৌকায় চেপে, আবার কেউ ডাঙা থেকে বিভিন্ন পাখিগুলোকে দেখে তা গুনে নিয়ে লিখে রাখছেন। চিহ্নিতকরণ শেষ হলে গণনা করা হবে।
উল্লেখযোগ্য পাখি হিসেবে ব্ল্যাক হেডেড আইবিস চিহ্নিত করা হয়েছে এ বছর। বিগত দিনগুলিতে রসিকবিল এলাকায় এই প্রজাতির পাখি দেখা যায়নি। উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়গুলিতে শীতের মরশুমে ভিড় জমাচ্ছে হাজার হাজার পাখি। ১০ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের ১০টি জলাশয়জুড়ে জলজ পাখিদের গণনার কাজ আরম্ভ হয়েছে।