রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাধারণতন্ত্র দিবসও রাজ্য-রাজভবন সংঘাতের সাক্ষী থাকল। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল। যাতে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে প্রতিবছরের মতো সাধারণতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়েছিল। সেখানে ঘটে এমন ঘটনা। রাজভবন চত্বরে দাঁড়িয়েই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। পরে খোদ নিজে গেট থেকে ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন মমতা। এরপর অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।
সূত্রের খবর, রাজভবনে ঢোকার সময় এদিন বিকেলে, কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়নি। মুখ্যমন্ত্রী জানতে পারেন বিএসএফের ব্যান্ড অনুষ্ঠান পরিবেশন করছে। কিন্তু কলকাতা পুলিশের ব্যান্ডকে জায়গা দেওয়া হয়নি। এরপর দায়িত্বপ্রাপ্ত কয়েক জন সরকারি আধিকারিকের উপর উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার রাজভবনের সমস্ত দেখাশোনা করে রাজ্য সরকার। পুলিশের সঙ্গে এমন ব্যবহার সমীচীন নয়। এরপরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে অনুষ্ঠান করেছে।