বিনোদন বিভাগে ফিরে যান

পুজোয় আবার মাথাচাড়া দেবে রক্তবীজ! সাধারণতন্ত্র দিবসে আগামী ছবির ঘোষণা শিবু-নন্দিতার?

January 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাধারণতন্ত্র দিবসে চমক নিয়ে হাজির উইন্ডোজ প্রযোজনা সংস্থা! রক্তবীজ ২ রিলিজের দিনক্ষণ জানিয়েদিলেন দুই পরিচালক। প্রকাশ্যে এল মোশন পোস্টার, ১০ সেকেন্ডের টিজার পোস্টারে দেখা গেল আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে।

২০২৩ সালে পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল রক্তবীজ। এবার আসতে চলেছে সেই ছবির সিক্যুয়েল। টিজার পোস্টারের দেখা গেল, রুক্ষ জমিতে একফোঁটা রক্ত পড়তেই চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তবীজ। রক্তবীজ ২ ছবির নাম ফুটে উঠল। এবার আবির-মিমি জুটির পাশাপাশি সোহম চক্রবর্তীকেও দেখা যেতে পারে।

খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ‘রক্তবীজ’। এবার কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালকদ্বয়? অন্যদিকে, পুজোয় মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। ডাকাত সর্দার হিসাবে দেবের লুক দেখে অনুরাগীদের পারদ চড়ছে। পুজোয় যে রক্তবীজ আর রঘু ডাকাতের লড়াই হবে, তা বলাবাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#raktabeej 2

আরো দেখুন