কলকাতার কাছাকাছি কোথায় ঘুরবেন? দেখে নিন এক ঝলকে Episode 1
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতে সময় খুব অল্প? বেশি দূরে যেতে ইচ্ছে করছে না? মন বলছে ঘুর ঘুর? তাহলে আপনার জন্যে রইল কলকাতার আশপাশের সেরা পাঁচটি জায়গার খোঁজ।

ইকো পার্ক:
নিউটাউনে অবস্থিত ইকো ট্যুরিজ্ম পার্ক, ভারতের বৃহত্তম আরবান পার্ক। কর্মব্যস্ত জীবনে যাঁরা একটি দিন নিরিবিলিতে কাটাতে চান, তাঁরা ঘুরে আসতেই পারেন ইকোপার্ক থেকে। একান্তে কটেজে রাত্রিবাসও করতে পারেন। ইকো পার্কে ঢুকতে মাত্র ৩০ টাকার টিকিট লাগে। তবে ভিতরে বিভিন্ন রাইডে চড়তে আলাদা টিকিট কাটতে হয়।

রাসবাড়ি গার্ডেন হাউস, বেলুড়:
বেলুড় মঠের কাছেই রয়েছে এই হেরিটেজ মন্দির কমপ্লেক্স। অন্যরকম পরিবেশে ছোট্ট ছুটি কাটানোর জন্য এটি সবচেয়ে ভাল জায়গা। গঙ্গার ধারে রয়েছে সুন্দর একটি লন।

পরেশনাথ মন্দির কলকাতা:
পরেশনাথ জৈন মন্দির মুহূর্তে আপনার মন ভালো করে দেবে। পরেশনাথ মন্দিরের ভিতরে সুন্দর বাগান আছে এবং পুরো মন্দির চত্বরটি মূর্তি, ফোয়ারা এবং জলাশয়ে ঘেরা। মন্দিরের সূক্ষ্ম কারুকার্য দেখে অবাক হতে হয়। এখানে মুলত চারটি মন্দির আছে। প্রধান মন্দিরটিতে জৈনদের ১০ম অবতার শীতলানাথজির মূর্তি স্থাপিত আছে।

গঙ্গাকুটির অথবা দ্য ফোর্ট, রায়চক:
কোলাহল মুক্ত দিন কাটাতে আদৰ্শ রায়চকের গঙ্গা কুটির। কলকাতা থেকে ভোরে বেড়িয়ে পড়ুন এবং সন্ধের মধ্যেই ফিরে চলে আসুন বাড়িতে। এ তল্লাটের মনোরম আবহাওয়া পর্যটকদের আকর্ষণ করে।

মার্বেল প্যালেস:
কংক্রিটের শহরের মাঝখানে এক টুকরো মরুদ্যান মার্বেল প্যালেস, উত্তর কলকাতায় অবস্থিত উনবিংশ শতকের উপনিবেশিক যুগের একটি বিস্ময়কর স্থাপত্য নিদর্শন এটি। প্যালেসের ভিতরে পাখি এবং হরিণ আছে। এই প্রাসাদ বাগান, ফোয়ারা এবং জলাশয় ছাড়াও অত্যন্ত সুন্দর আসবাব ও পেন্টিং দ্বারা সজ্জিত।