সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেমন হল বাংলার ট্যাবলো? দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নজর কাড়ল বাংলার ট্যাবলো। বাংলার ট্যাবলোজুড়ে ছিল বঙ্গ সংস্কৃতির ছোঁয়া। পাশাপাশি নারী ক্ষমতায়ণের বার্তাও দিল বাংলার ট্যাবলো। বাংলার দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। দুর্গাপুজোকে থিম করে এবারের ট্যাবলো সাজিয়েছে রাজ্য সরকার। যার পোশাকি নাম দুর্গা ও নারী ক্ষমতায়ণ।
ট্যাবলোর সঙ্গে সঙ্গে ঢাকের তাল, চণ্ডীপাঠের ধ্বনিতে মুখরিত হল কর্তব্যপথ। দুর্গামূর্তির আদলে গড়ে উঠেছিল ট্যাবলো। বাংলার ট্যাবলোর সামনের দিকটা ছিল মঙ্গল ঘটের আদলে তৈরি। তারপরই ছিল মাতৃমন্দির। তাতে দেবী দুর্গা স্বপরিবারে অবস্থান করছেন। ডাকের সাজে মায়ের মূর্তি, সেই সঙ্গে চণ্ডীপাঠ এবং ঢাকের আওয়াজ, দিল্লির রাজপথে যেন অকাল শরৎ ডেকে আনল। দুর্গামন্দিরের সামনে ধুনুচি নাচ এবং লালপাড় সাদা শাড়িতে মেয়েদের শঙ্খধ্বনি, পুজো মেজাজ, সাধারণতন্ত্র দিবসে আলাদা করে দর্শকদের মুগ্ধ করল বাংলার ট্যাবলো।