গুলেন বারি আতঙ্ক কলকাতাতেও, আক্রান্ত দুই শিশু রয়েছে ভেন্টিলেশনে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহারাষ্ট্রের আতঙ্ক ছড়াচ্ছে বাংলাতেও। এবার গুলেন বেরি (জিবি) আতঙ্ক কলকাতাতেই। গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত ২ শিশুর সন্ধান মিলল এ শহরেই। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি রয়েছে ২ শিশু। শুধু সেখানেই নয়, শহরের আরও কয়েকটি হাসপাতালে ভর্তি জিবি সিনড্রোমে আক্রান্তরা।
জানা গিয়েছে, দুই শিশুর একজনের বয়স আট বছর এবং অপরজনের বয়স ন’ বছর। দু’ জনেই ভর্তি রয়েছে পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ। সূত্রের খবর, দুজনেই ভেন্টিলেশনে রয়েছে। একজন প্রায় দু’ সপ্তাহ ধরে এবং একজন একমাসের বেশি সময় ধরে ভর্তি হাসপাতালে।
জানা গিয়েছে, ওই দুই শিশুর উপসর্গ হিসেবে রয়েছে জ্বর-সর্দি। চোখের নিচের চামড়াও ক্ষতিগ্রস্ত। পুনেতে ইতিমধ্যে গুলেন বেরিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০। মহারাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর রেখে চিকিৎসকরা আগেই জানিয়েছেন, এই জটিল স্নায়ুরোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুকে আক্রমণ করে৷ সাধারণ ব্যাক্টেরিয়া, ভাইরাসঘটিত সংক্রমণে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে৷ এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হলে, স্নায়ুগুলিও ঠিকমতো কাজ করে না৷ হাত, পা অসাড় হয়ে যায়৷ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কাও থাকে৷
শ্বাসকষ্টের সমস্যা, খাবার খেতেও সমস্যা দেখা দেয়৷ বর্তমানে সকলকে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি জল ভাল করে ফুটিয়ে তারপর খেতে বলেছেন।