রাজ্য বিভাগে ফিরে যান

মাতৃমৃত্যুর হার কমেছে বাংলায়, কী বলছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট?

January 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলায় মাতৃমৃত্যুর হার কমেছে। রিপোর্ট বলছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত শেষ ৯ মাসে রাজ্যে মাতৃমৃত্যুর হার কমে ৭৯ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবর্ষে এই হার ছিল ৯৩। ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ৯৪। ধীরে ধীরে মাতৃমৃত্যুর হার কমছে বাংলা। গত তিন বছরে বাংলার মাতৃমৃত্যুর হারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

মাতৃমৃত্যুর হারের উন্নতি হলেও বেশ কয়েকটি জেলার পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, পুরুলিয়া, হাওড়া এবং জলপাইগুড়ি; এই তিন জেলার এমএমআর যথাক্রমে ১৪৯, ১৪২ এবং ১২৫। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বসিরহাট স্বাস্থ্য জেলা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, রামপুরহাট ও বিষ্ণুপুর স্বাস্থ্যজেলায় মাতৃমৃত্যুর হার যথাক্রমে ১১৪, ১০৪, ১০৪, ৯৯, ৯৭, ৯১ এবং ৮৯।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার রিপোর্ট ভাল। রাজ্যের সবচেয়ে কম মাতৃমৃত্যুর ঘটনা ঘটছে যে ১০ টি জেলায় সেগুলি হল কালিম্পং, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং মালদহ। সর্বনিম্ন মাতৃমৃত্যুর হার থাকা কালিম্পং জেলায় শেষ ৯ মাসে একটিও মাতৃমৃত্যুর ঘটনা ঘটেনি। সে জেলায় গত ৯ মাসে মাত্র ৯৮৯ টি প্রসব হয়েছিল! সর্বোচ্চ মাতৃমৃত্যুর হার থাকা পুরুলিয়ায় ডেলিভারি হয়েছিল ৩৩৪৫৭টি!

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Death, #Swasthya Bhaban, #maternal death

আরো দেখুন