রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে ময়দানে নতুন অরাজনৈতিক সংগঠন

January 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেটিকে নজরে রেখে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। কয়েকদিন আগে আবার বাংলার বুকে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল তেজস জনকল্যাণ পার্টি। তা নিয়ে জোর চর্চা চলেছে। এই আবহে আত্মপ্রকাশ করল বাংলা একতা মঞ্চ। গত ১২ জানুয়ারি মৌলালি যুব কেন্দ্রে একটি সম্মেলনের মাধ্যমে অরাজনৈতিক মঞ্চ হিসেবে তারা আত্মপ্রকাশ করেছিল। এবার রাজ্যের ১৫টি জেলার ১২০টি স্থানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করল সংশ্লিষ্ট সংগঠন।

সংগঠনটি নিজেদের অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দাবি করলেও সংগঠনের মেন্টর কিংবা উপদেষ্টা হিসেবে থাকা অনেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যতম মেন্টর তন্ময় ঘোষ বর্তমানে শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজ্য স্বনির্ভর নিগমের চেয়ারম্যান পদেও আছেন তিনি।

২০২৬ নির্বাচনের আগে এই সংগঠনের আত্মপ্রকাশ এবং তাদের ‘সামাজিক এবং অরাজনৈতিক’ কার্যক্রম নজর টানছে রাজনৈতিক বিশ্লেষকদের। তবে তন্ময় ঘোষকে তাঁদের সংগঠনের রাজনৈতিক যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নিজে সক্রিয় রাজনৈতিক কর্মী। কিন্তু এই সংগঠনের উদ্দেশ্য এখনও সামাজিক।” সংবিধানের প্রস্তাবনা পাঠের মাধ্যমে নতুন প্রজন্মকে সংবিধানের মূল বক্তব্য সম্পর্কে সচেতন করাই লক্ষ্য বলে দাবি করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Wb Assembly elections 2026, #Bangla Ekata Mancha

আরো দেখুন