রাজ্য বিভাগে ফিরে যান

চালকের ভুলে দিন দিন বাড়ছে পথ দুর্ঘটনা, কী উদ্যোগ নিচ্ছে রাজ্য?

January 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যে দিন দিন পথ দুর্ঘটনা বাড়ছে। প্রত্যেক বছর সারা দেশে যত পথ দুর্ঘটনা ঘটে, তার প্রায় ৮২ শতাংশ হয় চালকের ভুল গাড়ি চালানোর জন্য। যেখানে, সেখানে একাধিক মোটর ট্রেনিং স্কুল গজিয়ে উঠছে। অভিযোগ, এসব জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে পথ দুর্ঘটনা ঘটিয়ে ফেলছেন চালকেরা। ট্রাফিক নিয়ম অনেক সময় মানা হচ্ছে না বলেও অভিযোগ উঠছে। তার জেরে পথ দুর্ঘটনা ঘটছে। পথ দুর্ঘটনা একেবারে রুখে দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্য। ট্রেনের চালক বা প্লেনের পাইলট গড়ে তোলার জন্য পৃথক প্রশিক্ষণ কেন্দ্র থাকে। এবার বাস, লরি, প্রাইভেট গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য সরকার। প্রাইভেট গাড়ি চালানোর জন্য বাংলার ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবেন। বাস, লরির প্রশিক্ষণ নিয়ে রাজপথে নামতে পারবেন। বেহালা ফ্লাইং ক্লাবের কাছে অত্যাধুনিক মানের ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য সরকার। প্রশিক্ষিত চালক গড়ে উঠবে।

রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। থাকবে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থাও। থিওরি ও প্র্যাকটিক্যাল দু’‌রকম পরীক্ষা হবে। উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনে হোস্টেলের সুবিধাও মিলবে। উপযুক্ত চালক গড়ে তুলতে সব ধরণের জ্ঞান দেওয়া হবে। নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। বিহেভিয়েরাল প্র্যাক্টিসেস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক্স, ইমার্জেন্সি হ্যান্ডলিং টেকনিক, কার মেনটেন্যান্স ও জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ ও কেস স্টাডির মাধ্যমে কেন পথ দুর্ঘটনা ঘটে ইত্যাদি নিয়ে জানানো হবে। প্রশিক্ষণ দেবেন দক্ষ চালকরা। ড্রাইভিং শিখে সরাসরি লাইসেন্স পেয়ে যাবেন চালকরা। মোটর ভেহিকেলসের আধিকারিকের সামনে পরীক্ষা হবে। তারপরই মিলবে লাইসেন্স।

TwitterFacebookWhatsAppEmailShare

#Driver, #West Bengal, #Accident, #Road Accidents

আরো দেখুন