ভারতীয় শিবিরে চোটের থাবা, দলে ঢুকলেন শিবম ও রামনদীপ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চোট সারিয়ে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের ইডেন গার্ডেন্সেই শামির প্রত্যাবর্তন আশা করছিলেন সকলে। কিন্তু তিনি খেলেননি। এমনকি, পরের টি-টোয়েন্টিতে ভারত দু’টি বদল করতে বাধ্য হলেও শামিকে খেলানো হয়নি। বাকি তিনটি ম্যাচেও শামির খেলার সম্ভাবনা কম। কারণ, ভারত দুই পেসারে খেলছে। অর্শদীপ সিংহের পাশাপাশি হার্দিক পাণ্ড্য নতুন ও পুরনো বলে বল করছেন।
অন্যদিকে পেশিতে টানের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। অন্যদিকে, পিঠের নীচের অংশে ব্যথার জন্য চিপকে মাঠে নামতে পারলেন না রিঙ্কু সিং। খুব সম্ভবত সিরিজের তৃতীয় ম্যাচেও বাইরে থাকতে হবে তাঁকে। তিনি রিহ্যাবের জন্য চলে যাচ্ছেন বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে। এই পরিস্থিতিতে নীতীশের পরিবর্ত হিসেবে স্কোয়াডে এসেছেন শিবম দুবে। আর রিঙ্কুর জায়গায় সুযোগ পেয়েছেন রামনদীপ সিং। তবে দু’জনের কেউই চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছিলেন না। তাঁরা তৃতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। এখনও পর্যন্ত শিবম ভারতের হয়ে ৩৩ টি-২০ ম্যাচ খেলেছেন। ১৩৪.৯৩ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। পাশাপাশি, মিডিয়াম পেসে নিয়েছেন ১১টি উইকেট। তিনি বিশ্বকাপজয়ী স্কোয়াডেও ছিলেন।