রাজ্য বিভাগে ফিরে যান

বিরোধীদের মুখ পুড়ল! ‘চেক পোস্টের’ জন্য করিমপুরে BSF-কে জমি দিচ্ছে রাজ্য

January 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের পরিবেশ এখনও তপ্ত। সেখান থেকে তাই অবৈধ পথে ঢুকে পড়ছে নাগরিক, জঙ্গি এবং রোহিঙ্গারা। আর বিরোধী দল বিজেপি তার জন্য রাজ্য সরকারকে দায়ী করছে। অথচ সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ। এই অনুপ্রবেশের ক্ষেত্রে দায়ী একমাত্র বিএসএফ বলে মনে করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে এপার বাংলায় ঢুকে পড়ছে ওপার বাংলার নাগরিকরা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার বলে অভিযোগ। এই অভিযোগ বিজেপির। সেখানে রাজ্য সরকার এবার জমি দিচ্ছে বিএসএফকে। তার জেরে ধোপে টিকল না বিরোধীদের অভিযোগ।

‘চেক পোস্টের’ জন্য নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আজ অর্থাৎ সোমবার নবান্নে মন্ত্রীসভার যে বৈঠক হয়েছে, তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই নদিয়াতেই ক’দিন আগে সীমান্ত সংলগ্ন মাটি খুঁড়ে চার-চারটি বাঙ্কারের হদিস পায় বিএসএফ। যার মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। শুধু তাই নয়, একই এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#BSF, #Land, #WB Government, #Border Security

আরো দেখুন