চলছে জয়পুর উৎসব ও কৃষি মেলার অষ্টম সংস্করণ, উপচে পড়ছে ভিড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার জয়পুর উৎসব ও কৃষি মেলার সূচনা হল। উদ্বোধন উপলক্ষ্যে রাজগ্রাম থেকে জয়পুর পর্যন্ত ম্যারাথনে উত্তরপ্রদেশ ও হরিয়ানার প্রতিযোগীরাও অংশ নেন। কুম্ভস্থল মোড় থেকে জয়পুর হাইস্কুল মাঠে মেলাপ্রাঙ্গণ অবধি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যচ্ছে।
জয়পুর কৃষিপ্রধান এলাকা। সেই জন্য এবার জয়পুর উৎসবের সঙ্গেই কৃষিমেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও হস্তশিল্পের ২০টি স্টল বসানো হয়েছে। আগামী কয়েকদিন ধরে মেলা চলবে। সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পী ছাড়াও প্রতিদিন বাইরের শিল্পীদের অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি নাটক ও যাত্রাপালা পরিবেশিত হচ্ছে।
গোটা ব্লকের মানুষ উৎসবে শামিল হয়েছেন। উৎসবের সূচনালগ্নের শোভাযাত্রায় মানুষের ঢল নামে। মল্লরাজাদের প্রথম রাজধানী জয়পুরের পদ্মুঘ্নগড়ে অবস্থিত ছিল। সেখানে আজও রাজবাড়ির ধ্বংসাবশেষ ও মন্দির রয়েছে। এছাড়াও গোকুলনগরে ঐতিহাসিক গোকুলচাঁদ মন্দির সহ ঘন বনাঞ্চলকে কেন্দ্র করে জয়পুরকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্ররূপে গড়ে তোলা হয়েছে। বর্তমানে জয়পুরে প্রচুর পর্যটক আসছেন। তার প্রচার ও প্রসারে জয়পুর উৎসবের বড় ভূমিকা রয়েছে। এবারের উৎসবেও জয়পুরের পর্যটনকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। জয়পুর উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বিপুল উন্মাদনা দেখা দিয়েছে।