সাধারণতন্ত্র দিবসে উপচে পড়ল, কত আয় হল বেঙ্গল সাফারির?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বছরের রেকর্ড ভাঙল বেঙ্গল সাফারি। সাধারণতন্ত্র দিবসে, রবিবার বেঙ্গল সাফারিতে দর্শকের ভিড় উপচে পড়ল। সাফারি এবং পার্কে প্রবেশের টিকিট মিলিয়ে মোট ৮ লক্ষ ৭৫ হাজার টাকা আয় হয়েছে বেঙ্গল সাফারির।
শুধু শিলিগুড়ি ও তার আশপাশ এলাকার বাসিন্দারাই নন, বিভিন্ন জায়গার পর্যটকরা ভিড় জমান। সাফারির পাশাপাশি পার্কের মধ্যে বহু মানুষ পিকনিকের মেজাজে দিন কাটায়। সূত্রের খবর, গত বছরের তুলনায় এবার সাধারণতন্ত্র দিবসে দু’লক্ষ টাকা বেশি আয় হয়েছে।
বেঙ্গল সাফারি নিয়ে দেশ বিদেশে পর্যটকদের মধ্যে আকর্ষণ ক্রমশ বেড়েই চলেছে। রাজ্য সরকার এই উত্তরবঙ্গ অ্যানিম্যাল পার্ককে চিড়িয়াখানার রূপ দিয়েছে। লায়ন সাফারি অপেক্ষায় রয়েছে বেঙ্গল সাফারি। ত্রিপুরা থেকে সিংহ চলে এসেছে। এনক্লোজার তৈরির কাজ চলছে। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, সিংহের এনক্লোজার তৈরির জন্য ২৯ লক্ষ ১১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এনক্লোজারে পাথর দিয়ে গুহা বানানো হচ্ছে। গুজরাত বা রণথম্বোরের সিংহের যে বাসস্থান সেই মতো এখানে এনক্লোজার তৈরি করা হচ্ছে। এনক্লোজার তৈরি হয়ে গেলে লায়ন সাফারিও শুরু হবে। তখন ভিড় আরও বাড়বে। সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে’তে আরও বেশি ভিড় হবে বলে আশা বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের।