পাখির চোখ মহিলা ভোট, দীক্ষার পর এবার ‘আলাপচারিতা’ কর্মসূচি শুরু তৃণমূলের
January 28, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আলাপচারিতা’ কর্মসূচি। ২৭ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে তা। বাড়ি বাড়ি গিয়ে এবার মহিলাদের কাছে পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর সমস্ত কর্মসূচি, রাজ্যের প্রকল্প। লক্ষ্য মহিলা ভোট।
রাজনৈতিক বিশ্লেষকের বলেন, লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মতো প্রকল্প হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এর ফলে মহিলাদের একটা বড়ো অংশের ভোট আসে তৃণমূলের ঝুলিতে। বাম আমল থেকে সিঙ্গুর, নন্দীগ্রাম-সহ একাধিক গণ আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসার পরও বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন, মানুষের সঙ্গে জনসংযোগের মিলিত প্রয়াসে একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাফল্য পেয়েছে। সমাজের প্রতিটা শ্রেণির সঙ্গে আরও নিবিড় যোগাযোগ তৈরি করতেই এমন উদ্যোগ নিয়েছে তৃণমূল।