কলকাতা বিভাগে ফিরে যান

মেলা বইয়ের মেলা! আজ থেকে শুরু বাঙালির দ্বিতীয় দুগ্গাপুজো

January 28, 2025 | < 1 min read

প্রায় তিন দশক পর বইমেলায় থাকছে না বাংলাদেশের কোনও স্টল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ থেকে শুরু বাঙালির ‘দ্বিতীয় দুর্গোৎসব’ বইমেলা। প্রহর গুনছেন লক্ষ লক্ষ পাঠক, লেখক, প্রকাশক। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করতে চলেছেন। স্টলের সংখ্যাও এবার সর্বাধিক। ফোকাল থিম কান্ট্রির প্যাভিলিয়নেও থাকছে চমক। কারণ, যাঁর হাতে জার্মানির প্যাভিলিয়ন তৈরি হচ্ছে, তিনি একজন বাঙালি স্থপতি। নাম অনুপমা কুণ্ডু। জন্ম ভারতেই। কর্মসূত্রে রয়েছেন বার্লিনে। কলকাতায় তাঁর প্রথম করি এটাই।

সেন্ট্রাল পার্ক, এখন বইমেলা প্রাঙ্গণ। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আসবেন এখানে। এ বছর বইমেলা খোলা আকাশের নীচে হবে। ইংরেজি প্রকাশনার যে এসি প্যাভিলিয়ন থাকত, তা আর থাকছে না। স্টল খুঁজে পেতে তৈরি হয়েছে বইমেলার মোবাইল অ্যাপ। মেলার ৯টি গেটেই থাকবে কিউআর কোড। স্ক্যান করলেই মিলবে গাইডম্যাপ।

ছোট ও বড় মিলিয়ে এবার ১০৫৭টি স্টল হয়েছে। এখনও পর্যন্ত বইমেলার ইতিহাসে যা সর্বাধিক। মুখ্যমন্ত্রী আজ বিকেল ৪টে নাগাদ উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর পাঠকদের জন্য উন্মুক্ত হবে বইমেলা দরজা। গতবারের মতো এবারও উদ্বোধনের দিন থেকে খুলে যাবে কলকাতা বইমেলা।

বাংলাদেশ প্যাভিলিয়ন থাকছে না। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার ফোকাল থিম কান্ট্রি হয়েছে জার্মানি। থিম কান্ট্রির প্যাভিলিয়ন তৈরি করছেন বিখ্যাত আর্কিটেক্ট অনুপমা কুণ্ডু। শতাধিক বুকশেল্ফ দিয়ে তৈরি হচ্ছে প্যাভিলিয়ন। লোহার কাঠামোয় ঝুলন্ত অবস্থাতেও থাকছে বুকশেল্ফ। প্যাভিলিয়নের ভিতরে দাঁড়িয়ে দেখা যাবে আকাশের নীল রং। থিমের নাম সেল্ফ লাইফ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata boimela, #kolkata boimela 2025, #Kolkata, #Kolkata International Book fair

আরো দেখুন