গাড়িতে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছিল। তাতে লেখা ছিল জয়নগরের মোয়া। সরকারি প্রকল্পের প্রচার তুলে ধরা হয় গাড়িতে। গাড়ির ছবি ক্যামেরাবন্দি করতে ভিড় হয়ে যায় মাঠে। জয়নগর এক নম্বর ব্লক প্রশাসন জয়নগরের মোয়ায় সজ্জিত ট্যাবলো বের করার পরিকল্পনা নিয়েছিল। এমন উদ্যোগ প্রথম হল বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের।
মোয়াকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরার জন্য এমন ট্যাবলোর আয়োজন। মোয়া গোটা বিশ্বে সমাদৃত। আগামী দিনেও মোয়া নিয়ে আরও উদ্যোগ নেওয়া হবে বলে দাবি প্রশাসনের।