স্বাস্থ্য বিভাগে ফিরে যান

প্রাকৃতিক উপকরণ মিশিয়ে ঘরেই বানিয়ে ফেলুন ক্রিম ও লোশন, জেনে নিন উপায়

January 28, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাকৃতিক উপকরণ মিশিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন নানারকম ক্রিম বা লোশন। সুগন্ধ আনতে চাইলে মিশিয়ে ফেলুন এসেনশিয়াল অয়েল।

হোমমেড ক্রিম বানাবেন কীভাবে?
১ কাপ গোলাপ জলে ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। নিজের পছন্দ অনুযায়ী সুগন্ধ বেছে নিন। তাতে মেশান ভিটামিন ই অয়েল। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আলাদা করে রেখে দিন। এক কাপ আমন্ড অয়েল, এক কাপ ল্যানোলিন, অল্প বিওয়্যাক্স কুরে নিয়ে তা আঁচে বসিয়ে গলিয়ে নিন। ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে তেলগুলো জমে যাবে। এরপর এই মিশ্রণটিকে ব্লেন্ডারে ঢেলে তার সঙ্গে অল্প অল্প করে গোলাপ জলের মিশ্রণটা মেশান। একসঙ্গে সব মিশিয়ে নিন। ক্রিমের মতো টেক্সচার আসলেই কাচের পাত্রে তা তুলে ফ্রিজে রাখুন।

নাইট ক্রিম বানাবেন কীভাবে?
১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ১ টেবিল চামচ রোজ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ বিওয়্যাক্স কোরানো এক সঙ্গে একটা পাত্রে নিন। একটা হাঁড়িতে জল গরম করুন। তার উপর তেলওয়ালা পাত্রটি বসিয়ে ডাবল বয়েলিং পদ্ধতিতে সবটা গলিয়ে নিন। এবার এই মিশ্রণ একটু ঠান্ডা করে তাতে ৫ ফোঁটা ভিটামিন ই তেল মেশান। তা কাচের পাত্রে রেখে দিন। রাতে শোওয়ার সময় মুখে মেখে নেবেন।

তৈলাক্ত ত্বকের সমস্যা কাটানোর ক্রিম কীভাবে বানাবেন?
১০ গ্রাম সূর্যমুখী তেল, ৫ গ্রাম আর্গান তেল, ৫ গ্রাম শিয়া বাটার একটা পাত্রে নিন। এবার তা ডাবল বয়েলিং পদ্ধতিতে গরম করে নিন। অন্য একটা পাত্রে ডিস্টিলড ওয়াটার আর গোলাপ জল নিয়ে তাও ডাবল বয়লারে ফুটিয়ে নিন। তেল ও জলের মিশ্রণ একসঙ্গে মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। দেখবেন তা মিশে লোশনের মতো জিনিস তৈরি হচ্ছে। এই ক্রিম তৈলাক্ত ত্বকের পক্ষে খুবই উপকারী।

ত্বকের শুষ্কতা কাটানোর ক্রিম কীভাবে বানাবেন?
অ্যালোভেরা জেল নিন ১ কাপ। তার সঙ্গে মেশান নারকেল তেল। তার সঙ্গে নিন গ্লিসারিন আর বিওয়্যাক্স।১ টেবিল চামচ গোলাপ জল দিয়ে একসঙ্গে গুলে নিন। প্রয়োজনে হাল্কা আঁচে ডবল বয়েলারে তা মেশাবেন। তারপর মিশ্রণে ১ চা চামচ ভিটামিন ই তেল মেশান। ক্রমাগত নাড়তে নাড়তে মেশাতে থাকুন। একটু পর মিশ্রণটি ঘন দেখাবে।

কম্বিনেশন স্কিনের জন্য ক্রিম বানাবেন কীভাবে?
এক কাপ শিয়া বাটার, এক কাপ কোকো বাটার আর ২ টেবিল চামচ অলিভ অয়েল নিন। কোকো বাটার গলিয়ে বাকি দুটো উপকরণ গলানো কোকো বাটারের সঙ্গে মিশিয়ে নাড়তে থাকুন। পুরো মিশ্রণটা ঠান্ডা হয়ে একটু জমে গেলে তা আবারও নেড়ে মেশান।

অ্যান্টি-রিঙ্কল ক্রিম কীভাবে বানাবেন?
এক কাপ আমন্ড অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ কোরানো বিওয়্যাক্স, দুই চা চামচ ভিটামিন ই অয়েল আর ১ টেবিল চামচ শিয়া বাটার একসঙ্গে মিশিয়ে নিন। তার সঙ্গে ল্যাভেন্ডার বা সাইট্রাস ফ্লেভারের এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। এই ক্রিম রোজ স্নানের পরে এবং সন্ধেবেলা মুখে, হাতে, গলায়, ঘাড়ে লাগান। চোখের চারপাশে মাখুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#natural ingredients, #Home Made, #cream, #lotion

আরো দেখুন