কলকাতা বিভাগে ফিরে যান

সাহেব কলকাতা ছুঁয়ে দেখার সুযোগ! ঢেলে সাজানো হচ্ছে রাজভবন ও বিবাদী বাগ চত্বর

January 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রিটিশ আমলের নকশার আদলে কাস্ট আয়রনের রেলিং, কাঠের বেঞ্চের হাতল, রাস্তার বাতিস্তম্ভের অংশ সহ বিভিন্ন সরকারি সামগ্রী রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে। অভিযোগ উঠছে, কোথাও চুরি গিয়েছে বা খোয়া গিয়েছে। ডালহৌসি-বিবাদী বাগ-রাজভবনের একাংশে রাস্তায় থাকা এই সমস্ত সরকারি আসবাবপত্র নতুন করে লাগিয়ে গোটা অঞ্চলকে সাজানোর পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। ডিপিআর তৈরির কাজ চলছে।

প্রায় ১৮ কোটি টাকা খরচ করে ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ব্রিটিশ আমলের সঙ্গে সামঞ্জস্য রেখে ডালহৌসি স্কোয়্যার সাজানো হয়েছিল। কাস্ট আয়রনের রেলিং লাগানো হয়েছিল ফুটপাতজুড়ে। কালো রঙের পাথর ফুটপাতে বসানো হয়েছিল। তৈরি করা হয়েছিল কাস্ট আয়রনের শিকল লাগানো ছোট ছোট রেলিং, ভিক্টোরিয়ান ধাঁচের বাতিস্তম্ভ, কাঠ এবং লোহার তৈরি সুদৃশ্য বসার জায়গা। রাইটার্স বিল্ডিং, সেন্ট জোন্স চার্চ, জিপিও-সহ লালদীঘির চারপাশে, রাজভবনের পূর্ব এবং পশ্চিম গেটের সংলগ্ন পথে এসব কাজের দেখা মেলে।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, জিনিসগুলির প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ উধাও হয়ে গিয়েছে। অনেক জায়গায় রেলিংগুলি চুরি করা হয়েছে। কাঠের বিশেষ ফ্রেমের উপর কাস্ট আয়রনের বাতিস্তম্ভগুলি বসানো হয়েছিল, সেগুলিও উধাও হয়েছে। তারপর আর লাগানো হয়নি। এই পরিস্থিতিতে গোটা অঞ্চল নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কোন কোন কাজে কত টাকা খরচ হতে পারে, তার হিসাব নিকাশ করা হচ্ছে। ফের যাতে সরকারি সম্পত্তি চুরি না যায়, তার জন্য পুলিশি নজরদারির ব্যবস্থা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Raj Bhavan, #B.B.D. Bag

আরো দেখুন